• নির্বাচন

    সুরমা ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল

      প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২০ , ৫:৫৩:৫২ অনলাইন সংস্করণ

    এম এ মোতালিব ভুঁইয়াঃ দোয়ারাবাজার উপজেলার ৯নং সুরমা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচনের জন্য ৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করা হয়।
    প্রতিদ্বন্দ্বীরা হলেন,মোঃকলিম উদ্দিন,জহিরুল ইসলাম ও হযরত আলী ।
    উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃহাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গত ৫ ডিসেম্বর ২০১৯ খ্রিঃ ৫নং ওয়ার্ডে নির্বাচিত ইউপি সদস্য মো.আব্দুল মতিন মৃত্যুবরণ করলে আসনটি শূণ্য হয়। মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারী)ইউপি সদস্য পদে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারী) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ৩জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
    ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১ মার্চ (রবিবার)যাচাই বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ৮ মার্চ(রবিবার)২০২০ খ্রিঃ।আগামী ২৯ মার্চ ২০২০ খ্রিঃ এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ওয়ার্ডে ১ হাজার ৮শত ৩৬ জন ভোটার রয়েছেন।

    আরও খবর

    Sponsered content