প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২০ , ৩:৩২:২২ অনলাইন সংস্করণ
শফিকুল ইসলাম স্বাধীন, নিজস্ব প্রতিনিধি।।
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সীমান্তে বাংলাদেশ বিজিবি ও ভারতীয় বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্টিত হয়েছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল প্রায় ১১ টার সময় সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অবিন্যস্ত তাহিরপুর উপজেলার চারাগাও সীমান্তের মেইন পিলার ১১৯৫/৪ সাব পিলার এলাকার বাংলাদেশের ১৫০ গজ অভ্যান্তরে চারাগাঁও এলসি পয়েন্টে প্রায় দুই ঘন্টা ব্যাপী বাংলাদেশ বর্ডাগার্ড বিজিবির পক্ষে নেতৃত্বদেন সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম আর্টিলারি এবং ভারতের বিএসএফর পক্ষে নেতৃত্ব দেন ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী রাম চন্দ্র।
এ সময় পতাকাবৈঠকে দুই দেশের সীমান্ত এলাকায় মাদক, কয়লা পাথর গোল কাট চোরাচালান, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ রোধ সহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক ষ্টাফ অফিসার মেজর মাহবুবুর রহমান,
ট্যাকেরঘাট কম্পানী কমান্ডার সুবেদার মো. আব্দুর রশিদ, বিরেন্দ্র নগর কম্পানী কমান্ডার সুবেদার মো. আইয়ূব খান, বাংগালভিটা কম্পানী কমান্ডার নায়েব সুবেদার মো. ফজলুল হক, চারাগাও বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. মোখলেছুর রহমান, বালিয়াঘাট বিওপি কমান্ডার হাবিলদার মিলন ইয়ার চৌধুরী, মাটিরাবন্ধ বিওপি কমান্ডার হাবিলদার আব্দুল মান্নান, অফিস সহকারী নায়েক মো. শফিউল আলম, ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড এসএইচ সুমন শাহ, ডিপোটি কমান্ড্যান্ট ষ্টাফ অফিসার এসএইচ ভানসি লাল, এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ষ্টাফ অফিসার এসএইচ নিমিশ কুমার, এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এসএইচ অজিৎ সিং, ইনসপেক্টর এবাটর সিং, এএসআই বিজায় আর্টি, এইচসি ক্যাপ্টেন আলী, এইচসি পানসি লাল, এইচসি সুভাস চন্দ্র, সিটি বিনোদ কুমার, সিটি মন্টু সিং, সিটি রুপ সিং ম্যানা, সিটি মন্টু সিং, সিটি সত্যজিৎ বিশ্বাস প্রমুখ।