• সুনামগঞ্জ

    সুনামগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

      প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২০ , ১:০৮:২৫ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি।।
    সুনামগঞ্জে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্টিত হয়েছে।
    মঙ্গলবার দুপুরে ঘটিকায় জেলা প্রশাসকের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। সুনামগঞ্জ প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাস্মাদ শরীফুল ইসলাম সহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, এবং বিভিন্ন শ্রেণি পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মার্যাদায় উদযাপনের লক্ষ্যে মন্ত্রণালয় হতে প্রাপ্ত নির্দেশনা সমূহ সভাকে অবহিত করা হয় এবং জাতীয় কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়।

    আরও খবর

    Sponsered content