• দুর্ঘটনা

    সুনামগঞ্জে ২ মোটর সাইকেল আরোহী নিহত ,২ জন গুরুতর আহত

      প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২০ , ৯:০৬:৩৪ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জের মাইজবাড়িতে ২মোটর সাইকেল আরোহী নিহত ,২ জন গুরুতর আহত
    সুনামগঞ্জ প্রতিনিধি
    সুনামগঞ্জের আমবাড়ির পাশে মাইজবাড়ি এলাকায় বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে ২মোটর সাইকেল আরোহী নিহত এবং অপর ২ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের নাসির মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া(১৯) ও একই গ্রামের শামছুনুরের ছেলে মোঃ পাভেল মিয়া(২০)। আর আহতরা হলে শাকিলনুর ও আশিখ মিয়া। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আজ রোববার সন্ধ্যায় একটি মোটর সাইকেলযোগে এই জন মাইজ বাড়ি এলাকা থেকে সুনামগঞ্জে আসার পথে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে মাইজবাড়ি এলাকায় একটি বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে এই হতাহতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ২টি উদ্ধার করে এবং আহতদের সিলেটে প্রেরণ করা হয।
    এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    আরও খবর

    Sponsered content