• সংঘর্ষ

    সুনামগঞ্জে পূর্ববিরোধের জেরে শাহ আরফিন রেস্টুরেন্টে হামলা ভাংচুর ও লুটপাঠ,আহত ৩ জন,আটক ১

      প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২০ , ১১:৩৮:১৪ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জ পৌর শহরের কামারখাল ব্রীজ সংলগ্ন পুরাতন বাসস্ট্রেশন এলাকায় পূর্ববিরোধের জেরে শাহ আরফিন রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হামলা ভাংচুর ও লুটপাঠের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা লাঠিসোটা নিয়ে ব্যাপক হামলা চালায় এতে রেস্টুরেস্টের মালিক ও হোটেলের বাবুর্চি এক নারীসহ ৩ জন আহত হন। তারা এ সময় ক্যাশের থালা ভেঙ্গে রক্ষিত টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে ভাংচুরের ঘটনা পর্যবেক্ষণ করে বড়পাড়া এলাকা থেকে একজনকে আটক করে।
    স্থানীয় ও প্রত্যক্ষদশর্ীরা জানান, বুধবার বিকেল সাড়ে তিনটায় মোঃ আব্দুল মতিনের নেতৃত্বে বড়পাড়া এলাকার মৃত আলী ফরিদের ছেলে আব্দুল্লাহ আল মামুন শুভ,তার সহোদর আলী আশরাফ,তেঘরিয়া এলাকার হুজাইফা,জয়ের মিয়া,শিশির,আবুল হাসান,শায়েখ মিয়া,তৌহিদ গংরা পূর্ববিরোধের জেরে এই রেস্টুরেস্টে এসে হামলা ও ভাংচুর চালায়। এ সময় এক নারীসহ ৩ জন আহত হন। আহতরা হলেন হোটেল মালিক সমছুল মিয়ার ছেলে বড়পাড়া এলাকার মোঃ রাসেল মিয়া(২২),সোনাই মিয়ার ছেলে হৃদয় মিয়া(২১) ও এক বাবুচি নারী বড়পাড়ার মৃত আব্দুল সমাদের স্ত্রী ছায়েদা বেগম(৩৫)। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মোঃ আব্দুল মতিনকে আটক করেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
    এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    0Shares

    আরও খবর

    Sponsered content