প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারি ২০২০ , ৩:৪৫:৪৬ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ- সুনামগঞ্জ ঐক্য কল্যাণ পরিষদ সিলেটের অভিষেক সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা আজ সিলেট নগরীর কালিঘাটস্থ নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ঐক্য কল্যাণ পরিষদের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা মকসুদ আলম, উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হুমায়ুন রশিদ লাভলু, সুনামগঞ্জ ঐক্য কল্যাণ পরিষদের উপদেষ্টা ও পাঠক প্রিয় দৈনিক ভাটি বাংলা উপদেষ্টা মোঃ এনামুল হক এনাম, সুনামগঞ্জ ঐক্য কল্যাণ পরিষদের উপদেষ্টা ও সিডনি ট্রেড ইন্টারন্যাশনাল এর সত্ত্বাধিকারী এবং পাঠক প্রিয় দৈনিক ভাটি বাংলা উপদেষ্টা মোঃ রেদুয়ান মাহমুদ চৌধুরী ও সিলেট জেলা যুবলীগ নেতা ও সুনামগঞ্জ ঐক্য কল্যাণ পরিষদের উপদেষ্টা জহিরুল ইসলাম জুয়েল প্রমুখ।
বৈঠকে সভাপতিত্ব করেন আব্দুল সালাম, সঞ্চালনা করেন নুরুল ইসলাম জিতু এছাড়াও সুনামগঞ্জ ঐক্য কল্যাণ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।