• অনিয়ম / দুর্নীতি

    রোহিঙ্গাদের নাগরিক সনদপত্র প্রদানঃ তাহিরপুর উঃ বাদাঘাট ইউপি চেয়ারম্যান বরখাস্থ

      প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২০ , ৭:৩৮:১৩ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আপ্তাব উদ্দিনের ক্ষমতার অপব্যবহার করে রোহিঙ্গাদের সনদপত্র প্রদান,অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী ইউপি চেয়ারম্যানকে স্বীয় পদ হইতে সাময়িক বরখাস্থ করা হয়েছে।
    গত ৪ ফেব্রুয়ারী স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ সচিব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী কতর্ৃক স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সরকারী গাছ কাটা,নিরীহ মানুষের উপর হামলা ও চাদাঁবাজিসহ একাদিক অভিযোগ রয়েছে বলেও জানা যায়। পাশাপাশি তার বিরুদ্ধে গাছ কাটা এবং চাদাঁবাজি ও মারামারির ২টি মামলা আদালতে চলমান রয়েছে।
    এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ এমরান হোসেন জানান,রোহিঙ্গাদের জন্ম সনদ প্রদান করায় এই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্থ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content