• খেলাধুলা

    রাগবিতে দ্বিতীয়বার জাতীয় চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও জেলা মহিলা দল

      প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২০ , ১১:৪০:৫৮ অনলাইন সংস্করণ

    মাহামুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও: ৪র্থ জাতীয় মহিলা রাগবি খেলায় চ্যাম্পিয়ন হওয়েছে ঠাকুরগাঁও জেলা মহিলা দল। গত সোমবার পল্টন ময়দানে অনুষ্ঠিত ফাইনালে ঠাকুরগাঁও জেলা টাঙ্গাইল জেলাকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন সাবেক ক্রীড়াবিদ আলহাজ ফরিদা আক্তার বেগম। এ সময় উপস্থিত ছিলেন ওয়াল্টন গ্রæপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার। তিন দিনব্যাপী এবারের এ প্রতিযোগিতায় অংশ নেয় মোট ১৬টি জেলা। ঠাকুরগাঁও জেলা ৫-০পয়েন্টে জয়পুরহাট, ১০-০ তে রাজশাহী, ৪৬-৭ এ ফরিদপুর,১৭-৭ এ নড়াইল ও ফাইনালে ১০-৫ পয়েন্টে টাঙ্গাইল জেলা কে হারায়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু জানান, আমাদের মেয়েরা খুব ভাল খেলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা খেলোয়াড়দের প্রশিক্ষনসহ সার্বিক সহযোগিতা করে আসছে। প্রশিক্ষক মাসুদ রানা জানান,আমাদের মেয়েরা রাগবিতে খুব ভাল করছে। জাতীয় দলে রাগবিসহ বিভিন্ন ইভেন্টে ঠাকুরগাঁওয়ের খেলোয়াড়রা সুযোগ পেয়ে ভাল করছে।

    আরও খবর

    Sponsered content