প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২০ , ৯:৪০:০৮ অনলাইন সংস্করণ
নেত্রকোনা থেকে বিশেষ প্রতিনিধিঃ আগামী ১৭ই জানুয়ারী রোজ সোমবার, সদ্য নিয়োগ প্রাপ্ত বাংলাদেশ বিমানের চেয়ারম্যান সাজ্জাদুল হাসানকে মোহনগঞ্জে গণসংবর্ধনা দেওয়া হবে।
সংবর্ধনার ব্যানারে ভাটি বাংলার গণমানুষের প্রিয় নেতা এবং নেত্রকোনা জেলার দৃশ্যমাণ উন্নয়নের কারিগর হিসাবে আখ্যায়িত করা হয়েছে। অথচ তিনি মোহনগঞ্জে কিছু কাজ করলেও মদন, খালিয়াজুরীতে কোনো উন্নয়ন করেননি। কিছু নেতা কর্মীর সাথে পরিচিত থাকলেও সম্পর্ক নেই হাওর এলাকার জনগণের সাথে। ব্যানারে নেই কোনো নেতা বা সংগঠনের নাম। নেই কোনো আয়োজক।
নেত্রকোনা চার আসনের সাধারণ জনগণ ও দলীয় নেতা-কর্মীদের অভিমত- সাজ্জাদ সাহেব একজন আমলা ছিলেন তিনি কোনদিন রাজনীতি করেননি বা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যও নন। সদ্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা থেকে তিনি গণমানুষের নেতা হলেন কিভাবে? নেত্রকোনা চার আসনের সফলতা বিফলতা যাই’হোক না কেন তা এমপি মহদোয়ের উপর বর্তায়। এখানে সাজ্জাদ সাহেব কি?
বিগত ৩১ শে জানুয়ারি- nbsp; মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে মাননীয় এমপি মহোদয় তার ভাষণে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে সুষ্পষ্ট ভাবে বলে দিয়েছেন সাজ্জাদুল হাসানের পিছনে দৌডড়াদৌড়ি না করতে, কারন সে এখন একজন অবসরপ্রাপ্ত আমলা।
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলায় সাজ্জাদ সাহেবের সংবর্ধনার ব্যানারে আওয়ামীলীগ, মুক্তিযুদ্ধা কিংবা অঙ্গসংগঠনের কারো কোনো নাম নেই, কে বা কারা সংবর্ধনা দিচ্ছে এ নিয়ে সমালোচনার ঝড়। কারণ সাজ্জাদ সাহেব আওয়ামী লীগ কিংবা কোন দলের সাথে সম্পৃক্ত আছেন বলে অনেকেই জানেনা।ধুম্রজালের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সম্বর্ধণা।
এনিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সর্বত্র। দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া।