• রাজনীতি

    মাত্র ৩ মিনিটেই শেষ বিএনপির সব তর্জন গর্জন! আন্দোলনের সক্ষমতা নিয়ে দলের মাঝে প্রশ্ন

      প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২০ , ৩:৫১:৫৭ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্কঃ মাত্র তিন মিনিটেই শেষ হয়ে গেল বিএনপির সব তর্জন গর্জন। রোববার হরতালের সমর্থনে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিল দলটির নেতা-কর্মীরা। বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনও ছিলেন সেখানে। যান চলাচলে অসুবিধা হওয়ায় পুলিশ তাদের ৩০ মিনিটের মধ্যে রাস্তা ছাড়ার আলটিমেটাম দেয়। এরপর মাত্র তিন মিনিটের মধ্যেই ইশরাকসহ অন্যরা রাস্তা ছেড়ে কেন্দ্রীয় কার্যালয়ে চলে যান। এ ঘটনায় বিএনপির নেতারাই নিজেদের আন্দোলনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন।
    গত শনিবার অনুষ্ঠিত ঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে ২ফেব্রুয়ারী রাজধানী ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। গত শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন। হরতালের সমর্থনে রোববার ভোরের দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন দলটির নেতা-কর্মীরা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের সামনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১০ থেকে ১৫ জন নেতা-কর্মীদের দেখা যায়।
    বেলা ১১টার দিকে হরতালের সমর্থনে এই কর্মসূচিতে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির পরাজিত প্রার্থী ইশরাক হোসেন। এই কর্মসূচিতে উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির পরাজিত প্রার্থী তাবিথ আউয়ালের অংশ নেওয়ার কথা থাকলেও তিনি আসেননি। ৩০ মিনিটের মতো হরতালের সমর্থনে ইশরাককে ঝাঁজালো স্লোগান দিতে দেখা যায়। ১১.৫০ মিনিটের দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত রুহুল কবির রিজভীর সঙ্গে কথা বলেন পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম। পুলিশের এই কর্মকর্তা রুহুল কবির রিজভীকে আধঘণ্টার মধ্যে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য সময় বেঁধে (আলটিমেটাম) দেন। পুলিশের আলটিমেটামের পর ঘটনাস্থলে থাকা বিএনপির নেতা-কর্মীরা তিন মিনিটের মধ্যেই এলাকা ছেড়ে পালায়। এ সময় ইশরাক তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
    কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরে যাওয়ার আগে রুহুল কবির রিজভী বলেন, মধ্যাহ্নভোজ ও নামাজের জন্য তারা আপাতত কর্মসূচিতে বিরতি দিচ্ছেন। পরে তারা আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করবেন। কিন্তু এরপর কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও তাদের কাউকে আর দেখা যায় নি।

    0Shares

    আরও খবর

    Sponsered content