প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২০ , ২:০৩:০০ অনলাইন সংস্করণ
স্টাফরিপোর্টঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে, সিলেটস্থ ভাটি বাংলা পুজা উদযাপন পরিষদের ব্যতিক্রমধর্মী পানি উৎসব পালন করে।
সংগঠনটি সকাল থেকে দুপুর থেকে শহীদমিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে আসা মানুষদের বিনামূল্যে মিনারেল ওয়াটার বিতরন করে।
সংগঠনের সভাপতি পিংকু চৌধুরী সংগ্রাম জানান, ১৯৫২ সালে আজকের এই দিনে পানির অভাবে অনেক মানুষ মারা যান, তাদের প্রতি সম্মান জানাতেই আমাদের এই ক্ষুদ্র উদ্দ্যোগ৷ এই ব্যতিক্রমধর্মী কাজের প্রশংসা করেন সম্মিলিত নাট্যপরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।তিনি বলেন সত্যিই এটি একটি ব্যতিক্রম ধর্মী উদ্দ্যোগ। তাদের কার্যক্রমকে আমি স্বাগত জানাই। এসময় উপস্থিত ছিলেন ভাটি বাংলা পুজা উদযাপন পরিষদের সভাপতি পিংকু চৌধুরী সংগ্রাম, সাধারণ সম্পাদক রবীন্দ্র চন্দ্র দাস, সহ সভাপতি গোপাল চন্দ্র বর্মন সাধারন সম্পাদক প্রানেশ কান্তি দাস, সংগঠনিক সম্পাদক অলক বরন দাস, সদস্য- মিহির কান্তি তালুকদার, এস কে রায় সুমন, পিনু দাস রায়, মানিক চন্দ্র দাস, পিন্টু তালুকদার, নিখিল তালুকদার, দেবব্রত দাশ দেবু,প্রশান্ত তালুকদার, তন্ময় চৌধুরি,নিরেশ তালুকদার, রবিন দেব বর্মন ঋক।