• ক‌্যাম্পাস

    বিশ্বম্ভপুরের মজিব বাজার এলাকায় উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২০ , ৩:২৫:৩৯ অনলাইন সংস্করণ

    এম এ মোতালিব ভুঁইয়াঃ শিক্ষায় পিছিয়ে থাকা হাওরপাড়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সুনামগঞ্জের ঐতিয্যবাহী সামাজিক সংগঠন রেনেসাঁস সোসাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র উদ্যোগে আশে পাশের তিনটি ইউনিয়নের ৮/১০টি গ্রামের জনসাধারণের সম্পৃক্ততায় সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার মুজিব বাজার এলাকায় একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার(৮ ফেব্রুয়ারী)সকাল ১১ঘটিকায় উপজেলার ধনপুর ইউনিয়নের মজিব বাজার সংলগ্ন নতুন গুলগাঁও মাঠে মতবিনিময় সভায় মেরুয়াখলা মমিনিয়া ফাযিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আব্দুল আজিজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রেনেসাঁস সোসাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি ভূমি দাতা পরিবারের সদস্য আজিজ মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান, বক্তব্য রাখেন রেনেসাঁস সোসাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উপদেষ্টা প্রভাষক মশিউর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সমাজসেবক নুরুল আলম সাগর,এমদাদুল হক মিলন, নূরুল আলম নাহিদ, দ্বীনুল ইসলাম রতন, মহরম আলী, গোলাপ মাষ্টার, সোহরাব মাষ্টার, বদরুল আমীন, আব্দুস সাত্তার, আনিসুর রহমান,ডাঃ নূরুল ইসলাম, পলাশ ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান ডাঃ আব্দুল হালিম, সমাজসেবক আব্দুল কাদির মাষ্টার, মুজিব বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আলিম, সাবেক সভাপতি শাহজাহান,রেনেসাঁস সোসাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহসভাপতি হাবিবুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক মাহবুব আল হাসান,সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ রায়হান,সম্মানীত সদস্য আরিফ হোসেন, আশরাফুল ইসলাম, মাসুদ আলম, সুমন আহমেদ, জাহাঙ্গীর, শাকিল,রাকিব হাসান, , সানরাইজ ফ্রেন্ডস অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমুখ। স্কুল প্রতিষ্ঠিত করার জন্য জমি দাতারা হলেন মোঃ শফিকুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মিরাজুল ইসলাম, মোঃ শাহজালাল, মোঃ শাহজাহান ।

    সভায় বক্তারা বলেন, হাওরপাড়ের জনপদ বিশ্বম্ভপুরের শিক্ষার উন্নয়নের অগ্রযাত্রায় সকলের সহযোগিতায় এলাকাবাসীর মেধা, সম্পদ ও ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের চেষ্টা চালিয়ে যেতে হবে। সভায় বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মজিব বাজার এলাকায় একটি উচ্চ বিদ্যালয় স্থাপনের কার্যক্রম দ্রুত পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

    আরও খবর

    Sponsered content