প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২০ , ১০:৪৭:৪৪ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ অজ্ঞান পার্টির খপ্পরে পরে সর্বস্ব হারালেন ব্রুনাই প্রবাসী সুনামগঞ্জের দিরাই’র পৌরসভার চন্ডিপুর গ্রামের মৃত- সাকির উল্লা’র ছেলে ফরিদ মিয়া।
তিনি আজ ঢাকা থেকে সিলেট আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পরে বিদেশ থেকে সাথে নিয়ে আসা ১টি স্বর্ণের চেইন, ২টি স্মার্ট ফোন, পাসপোর্ট, ডলার ও টাকা সহ পরিধেয় কাপড় ছাড়া সবকিছু হারিয়েছেন।
ফরিদ মিয়া’র শালীর জামাই সিরাজ মিয়া টেলিফোনে দৈনিক ভাটি বাংলা-কে বলেন গত বছরের ১ম দিকে ব্রুনাই যাওয়া ফরিদ বেশ কিছুদিন থেকেই অসুস্থ থাকায় চিকিৎসার উদ্দেশ্যে গত-১৭ ফেব্রুয়ারী ফ্লাইটে ব্রুনাই হতে রাত ১২ ঘটিকায় ঢাকায় পৌঁছান়। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রাপথে হোটেল উজানভাটি ১৮,০২,২০২০ ইং তারিখে সকাল ৮ ঘটিকায় অন্য লোকের মোবাইল দিয়ে বাড়িতে সুস্থ অবস্থায় অালাপ করেন, এরপর থেকে রাত ২ টা পর্যন্ত উনার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলনা।
হঠাৎ রাত ১-৪৫ মিনিটের সময় দৈনিক ভাটি বাংলা অনলাইন পত্রিকায় ফরিদ মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার সংবাদ প্রকাশ হলে তা আমাদের দৃষ্টিগোচর হয়। এখন গভীর রাতে উনাকে বাসায় নিয়ে আসছি তবে সব হারিয়ে মানসিক অবস্থা ভালো না থাকায় ফরিদ মিয়া’র কাছ থেকে শুধু এতটুকু জানতে পেরেছি সিলেটে এসে সিএনজি যোগে ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। কোথায় কখন তা এই মূহুর্তে ফরিদ বলার মতো অবস্থায় নেই।
ফরিদ মিয়া’র শশুর দিরাই’র সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক বোরহান উদ্দিন মধু মিয়া টেলিফোনে দৈনিক ভাটি বাংলা সম্পাদক’কে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন আমার মেয়ে জামাই সকাল সাড়ে ৮ টাকা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন এবং রাত অব্দি বাসায় না পৌছায় আমার মেয়ে সহ ফরিদের বাড়ির লোকজন দিশেহারা হয়ে কান্নাকাটি শুরু করে। তা দৈনিক ভাটি বাংলা-র পোস্টের আগপর্যন্ত ছিলো। আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ আপনারা সংবাদ প্রকাশ করায় সহজেই আমার মেয়ে জামাই’র খোঁজ পেয়েছি। ফরিদের শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি ঘটলে বিস্তারিত জানতে পারবো।