প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২০ , ১:৪৭:৪৩ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে বালিকান্দী আটপাড়া হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার দাখিলপরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ বালিকান্দী আটপাড়া হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা হতে ২০২০ সালের দাখিল পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে ১লা ফেব্রুয়ারি রোজ শনিবার শিক্ষাঙ্গন এর হলরুমে অত্র শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মালিক এর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মোঃ আনোয়ার হোসেন এর পরিচালনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ শুকুর আলী, মাদ্রাসার সুপার মাওলানা মোঃ জমির আহমেদ, কলকলিয়া বাজার জামেমসজিদ এর ইমাম মাওলানা মোঃ নজমুল হক,হাফিজ মোঃ ছদরুল আমীন,শিক্ষানুরাগী মোঃ জহিরুল ইসলাম লেবু, মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ নাসির উদ্দীন, মাওলানা মোঃ আলী হায়দার, মোঃ আব্দুর রকিব,মোঃ ফারুক ফাহমিদ সাগর ও মোঃ সালেহ আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি ডাঃ মোঃ মিজানুর রহমান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ মাদ্রাসার শিক্ষার্থী বৃন্দ।
বক্তরা তাদের বক্তব্যে বলেন, একমাত্র সুশিক্ষায় শিক্ষিত জাতিরাই দেশ গঠনে অগ্রনী ভুমিকা পালন করে। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে সুনামের সহিত প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে ভাল ফালাফল করে আসছে। বরাবরের মত এবারও শিক্ষার্থীরা এস এস সি পরীক্ষায় ভাল রেজাল্ট করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। পরীক্ষার্থাদের সুন্দর ভাবে নকল মুক্ত পরীক্ষা দিয়ে অতীতের সুনাম অক্ষুণ্ণ রাখার আহবান জানান ।