প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২০ , ৩:৫৩:২১ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি।। সিলেট বিভাগীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন নির্যাতন ও ভূমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন নিরীহ নারীর বাবার সম্পত্তি ওপর নির্যাতন ও তাঁদের ভূমি দখলের প্রতিবাদে রোববার ২রা ফেব্রুয়ারি বিকেলে সিলেট বিভাগীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্যাতিত নারী আখলিমা খাতুন। সংবাদ সম্মেলনে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড় লেখা উপজেলার গল্লাসাংগণ গ্রামের বাসিন্দা আখলিমা খাতুন বলেন, জমি তো আমার বাবার ছিল। কীভাবে যে ওরা কাগজ করেছে, তা ওরাই জানে। তিনি বলেন, প্রায় একশত ৫৩ শতক জমি। এলাকার স্থানীয় শালিস বৈঠকে রায় দিলে তা অমান্য করে জোড় পৃর্বক ভৃমি দখল করে আছেন আখলিমা খাতুনের চাচাতো ভাই সেলিম গংরা। সংবাদ সম্মেলনে বড়লেখা থেকে আসা আখলিমা খাতুন নির্যাতনের শিকার চাচাতো ভাই তাদের ওপর নির্যাতন-নিপীড়নের বর্ণনা তুলে ধরে বলেন, প্রতিটি ঘটনায় এলাকার চেয়ারম্যান, জনপ্রতিনিধি, থানা ও প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হলেও প্রতিকার পাওয়া যায় না।
সংবাদ সম্মেলনে তিনি আরও বক্তব্যে বলেন, আমার প্রতিপক্ষ আমার চাচাতো ভাইয়েরা আমার বাবার রেখে যাওয়া প্রায় ১শত ৫৩ শতক ভৃমি জালিয়াতি করে ভোগ করে আসিতেছে। কথিত সেলিম উদ্দিন ও তার আরো ৩ ভাইয়েরা মিলে আমাকে সামাজিক ও আর্থিক ভাবে অনেক ক্ষতি করেছে। আমার বাবা শিশু অবস্থায় মারা যান এক পর্যায়ে চাচা ও মারা যান আপন বলতে কেউ নেই। এ অবস্থায় আমার চাচাতো ভাইয়েরা আমার পিতৃ সম্পদ জোড় দখল করে আছে। বাবার বাড়িতে না যাওয়াতে এ সুযোগ তারা গ্রহন করে। উক্ত আমার বাবার নামের ভৃমি স্বত্ব আত্মসাৎ করার জন্য দখল করে তাদের নামে রেকর্ড করেছে।