• সংবর্ধনা / উদ্বোধন

    ধর্মপাশায় ১৯টি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্ধোধন করেন- প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি

      প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২০ , ১:০৪:১৪ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি:: শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ১৯টি গ্রামে বিদ্যুৎ সংযোগ শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি হিসেবে পানি সম্পাদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।

    শনিবার বিকেলে ধর্মপাশা উপজেলার জয়শ্রী হাই স্কুল মাঠে আলোচনা সভায় প্রভাষক ও জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী সভাপতিত্বে ও ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পানি সম্পাদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। বিশেষ অতিথি- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আহাদ, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন (দায়িত্বপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, জয়শ্রী হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ ফরিদ আহমেদ, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সেলবরষ ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান পাঠান, জয়শ্রী ইউপি আওয়ামীলীগরের সভাপতি মাদব চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক আবুল হাসেম আলম, পাইকুরাটি রাজুপুর ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. সেনারুল হক শাহ প্রমুখ। জানাযায়, ২ হাজার ৮শত ৬৪টি পরিবারের মাঝে ১০ কোটি ১৭ লক্ষ ১৩ হাজার ৬ শত টাকা ব্যয়ে এ বিদ্যুৎ সংযোগ শুভ উদ্ধোধন করা হয়েছে। অতিথি প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ৭৮৫টি পিআইসি যাতে কৃষক তার ফসলী জমি ঘরে তুলতে পারে। শেখ হাসিনা হাওরের প্রতি আন্তরিক, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠছে।

    আরও খবর

    Sponsered content