প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২০ , ৩:৫৮:১২ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার: দোয়ারাবাজার উপজেলায় বগুলাবাজার ইউনিয়নের বাগান বাড়ি বর্ডার হাটের সড়ক পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল মাহমুদ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বোগলা বাজার ইউনিয়নের বাগান বাড়ি বর্ডার হাটের যাতায়াতের দুই কিলোমিটার ভাঙ্গা সড়ক পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি বলেন, আগামী মার্চের মাঝামাঝি সময়ে বাংলাদেশ ও ভারতের দুই দেশের প্রধান মন্ত্রী জেলার দুইটি বর্ডার হাটের উদ্বোধন করার কথা রয়েছে। সেই লক্ষ্যে বর্ডার হাটের সড়কটি দেখার জন্য এসেছিলাম। খুব শীঘ্রই সড়কের কাজ শুরু হওয়ার সম্ভাবনা আছে। যত দ্রুত সময়ে সড়কের কাজ শুরু করবেন বলে আশ্বস্ত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুর রহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, বোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, উপজেলা প্রকৌশলী দেব তোষ পাল, বাগানবাড়ি ক্যাম্প কমান্ডার ফরিদ আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, ইউপি সদস্য এরসাদুর রহমান, বুলবুল আহমদ, রফিকুল ইসলাম, মনির হোসেন,সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়া,আশিক মিয়া প্রমুখ।