প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২০ , ২:৩৫:৩৩ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য।
বাংলাদেশের স্বাধীকার আন্দোলনসহ দেশের দৈবদুর্বিপাকে প্রবাসী’রা প্রভূত প্রশংসনীয় ভুমিকা রেখেছেন।
শিক্ষা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছে।
প্রবাসী’রা যেকোনো দুর্যোগের সময় অতীতের মতো বর্তমানে আরও বেশি সংঘটিত হয়ে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সদস্য ড.এডভোকেট শামসুল হক চৌধুরী আজ শনিবার দুুরে সুনামগঞ্জের দিরাই পৌর শহরের নতুন বাগবাড়ি মাঠে দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। এছাড়াও বক্তব্য রাখেন দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ সরদার, দিরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, দ.সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুখ আহমদ, দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া প্রমুখ।