প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২০ , ১:৩২:০৬ অনলাইন সংস্করণ
বিশেষ প্রতিনিধিঃ ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন দিরাই থানা পাবলিক গ্রুপের উদ্যোগে ৩ দিন ব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে।
চিনের উহান প্রদেশ থেকে সৃষ্টি হওয়া বর্তমানে সারা বিশ্বে অলোড়ন সৃষ্টিকারী একটি ভাইরাসের নাম করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে এবং এখনো হাজার হাজার লোক চিকিৎসাধীন। বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটা দেশ এই ভাইরাস থেকে রক্ষা পাবার জন্য চিনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। আতঙ্কের বিষয় হচ্ছে এই ভাইরাসের এখনো কোনো প্রতিষেধক বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। যদিও বাংলাদেশে এই ভাইরাসের কোনো অস্তিত্ব পাওয়া যায় নাই তার পরও বিশ্ব সাস্থ সংস্থা WHO এর পরামর্শ অনুসরণ করে করোনাভাইরাসের আক্রান্ত হওয়া থেকে সচেতন থাকতে দিরাই থানা পাবলিক গ্রুপ করোনাভাইরাস প্রতিরোধে তিন দিন ব্যাপী সচেতনা মূলক আলোচনা কর্মসূচির প্রথম দিনে দিরাই পৌরসভার তিনটি কলেজে আজ মাস্ক এবং লিফলেট বিতরণ করা হয়েছে। তিনটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে- দিরাই সরকারী কলেজ, সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক কলেজ এবং সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ। এসময় উপস্থিত ছিলেন দিরাই সরকারি কলেজ এর শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব প্রদীপ কুমার দাস,প্রভাষক জনাব সন্দিপন দাস, প্রভাষক অঞ্জন দাস, প্রভাষক জনাব মিজানুর রহমান পারভেজ, সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষক অধ্যক্ষ জনাব শাখাওয়াত হোসেন,প্রভাষক জনাব গুণসিন্ধু বৈষ্ণব, প্রভাষক জনাব লিংকন ভৌমিক, প্রভাষক জনাব ধ্রুব রঞ্জন দাস, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ এর অধ্যক্ষ জনাব মিহির রঞ্জন দাস, প্রভাষক খালেদা বেগম, প্রভাষক জনাব জুয়েল রায় প্রমুখ্য। এসময় আরো উপস্থিত ছিলেন দিরাই থানা পাবলিক গ্রুপ এর সহ অর্থ সম্পাদক হাফিজ লোকমান, তথ্য প্রযুক্তি সম্পাদক রোম্মান আহমদ, পরিবেশ বিষয়ক সম্পাদক লিমন আহমেদ, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সায়েম, সহ সমাজকল্যাণ সম্পাদক ইজাজুর রহমান ফাহিম, সহ সাংস্কৃতিক সম্পাদক আমজাদ সরদার প্রমুখ্য।