• সুনামগঞ্জ

    দিরাইয়ে শহীদ জগৎজ্যোতি স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ

      প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২০ , ১:১১:৪৫ অনলাইন সংস্করণ

    শহীদ জগৎজ্যোতি’র জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে উপস্থাপন ও দেশের জন্য তাঁর ত্যাগকে সম্মান জানিয়ে দিরাই রতনগঞ্জে ‘শহীদ জগৎজ্যোতি স্মৃতি পরিষদ’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। এ-উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় রতনগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মো. ছাদিকুর রহমান বুলবুলকে আহবায়ক মনোনীত করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, যুগ্ম আহ্বায়ক বাপ্পু দাস, রাজীব দাস, কল্লোল তালুকদার, চিন্ময় তালুকদার, অম্লান দাশ সদস্য উচ্ছাস তালুকদার, আকাশ পুরকায়স্থ, জয় তালুকদার, তুর্য তালুকদার, পৌরভ তালুকদার, তপু দাশ, রাজু আহমদ, সৌরভ চক্রবর্তী, রনি দাশ, অজিত দাশ (অভি), সাগর দাশ, শফিকুল ইসলাম, মান্না মিয়া, অংকু চন্দ, জয়ন্ত দাশ।

    আরও খবর

    Sponsered content