প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২০ , ৬:১৯:২১ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি।। সুনামগঞ্জের দিরাই উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহতের নাম মোঃ ইসমাইল মিয়া (৬৫) । তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্ধা বলে জানা গেছে।
বুধবার সকালে দিরাই ও হবিগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা কুলঞ্জ ইউনিয়নের আকিলশাহ বাজার সংলগ্ন আকিলশাহ-হাতিয়া সড়কে এ র্দূঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, হাতিয়া থেকে আকিলশাহবাজার আসার উদ্দেশ্যে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিল ইউনিয়নের তৈতয়া গ্রামের আশরাফ মিয়ার পুত্র পেশাজীবি মোটরবাইক চালক নাজু মিয়া। এসময় এই পথচারী বৃদ্ধ ইসমাইল মিয়াকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আহত ইসমাইল মিয়াকে উদ্ধার করে মার্কুলী বাজারে এনে চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়ার পর তার অবস্থার আরো অবনতি হয়। তাৎক্ষনিক স্থানীয় চিকিৎসক ইসমাইল মিয়াকে দ্রæত সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন হলে তাকে নিয়ে সিলেট যাওয়ার পথে ইনাতগঞ্জ এলাকায় দুপুরে তার মৃত্যুর হয়। এ সময় নিহতের সাথে থাকা লোকজন লাশ নিয়ে আবারো আকিলশাহ বাজার আসেন।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছে