• দিবস উদযাপন

    দিরাই’য়ে জগদল কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

      প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২০ , ৬:৪৮:০২ অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই’র জগদল কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সকাল ৮.ঘটিকায় অধ্যক্ষ পংকজ কান্তি রায়ের নেতৃত্বে প্রভাষক, সহকারী অধ্যাপক কর্মকর্তা কর্মচারী ও ছাত্রছাত্রী সহ সবাইকে নিয়ে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনিমিত)করা হয় ।
    ৮.২০মিনিটে শহীদ স্মরণে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ  করা হয় ।
    ৯.০০ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    আলোচনা সভায় সভাপতিত্ব  করেন অধ্যক্ষ পংকজ কান্তি রায়।
    সহকারী অধ্যাপক বদিউজ্জামান সর্দারের সঞ্চালনায় আলোচনা সভায়  বক্তব্য রাখেন গভর্নিং বডির সম্মানিত সদস্য আবদুল হালিম মিয়া, সাবেক গভর্নিংবডি সদস্য আস্তফা মিয়া, ডাঃ বজলুননূর বিদ্যুৎসাহী সদস্য ইশতিয়াক হোসেন মনজু মিয়া প্রভাষক আবুল হোসেইন, প্রভাষক আসলাম ইকবাল রানা ও সহকারী অধ্যাপক বদিউজ্জামান সর্দার।
    সমাপনী বক্তব্য রাখেন অধ্যক্ষ পংকজ কান্তি রায়- আলোচনা সভায় বক্তারা সকল শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। ছাত্র ছাত্রীদের দেশপ্রেমিক ও সু-নাগরিক হিসেবে গড়ে ও দেশ জাতির  কল্যাণে সুখী সমৃদ্ধ সোনার বাংলা বির্নিমানে অবদান রাখতে আহব্বান জানান।

    0Shares

    আরও খবর

    Sponsered content