প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২০ , ৯:০৬:৪৮ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ দিরাই উপজেলার জগদল ইউনিয়নের রায়বাঙ্গালী গ্রামে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ওই মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- রায়বাঙ্গালী গ্রামের মৃত আলীম উল্লাহর ছেলে ময়জুল হক, আব্দুল মালিকের ছেলে মসাহিদ মিয়া ও মৃত সমেদ উল্লাহর ছেলে কলম উল্লাহ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল মালিক-ইউপি সদস্য মনু মিয়া ও জাহির আলী-বোরহান মিয়ার লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ৫ ফেব্রুয়ারি দুপক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে গুলি বিনিময় হয়। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়।
এ ঘটনায় শুক্রবার জাহির আলী-বোরহান মিয়ার পক্ষে মিলন মিয়া বাদী হয়ে ইউপি সদস্য মনু মিয়াকে প্রধান আসামি করে ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও পৃথক অভিযানে আরও ২জন গ্রেফতার হয়েছে।
#দৈনিকভাটিবাংলা