• সুনামগঞ্জ

    দঃ সুনামগঞ্জে এম এ মান্নান বৃত্তি পরীক্ষার্থী পরিকল্পনামন্ত্রী’র হাত থেকে সনদপত্র গ্রহন করেন আবিদা সুলতানা

      প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২০ , ১২:১৩:৫০ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    সুনামগঞ্জের দক্ষিন সুনামগঞ্জে এম এ মান্নান বৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণী থেকে উত্তর্ীণ ৭৬ জন শিক্ষাথর্ীদের মধ্যে সনদপত্র ও স্কুল ব্যাগ প্রদান করা হয়েছে। এতে পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকারী মোছাঃ আবিদা সুলতানা স্কুল ব্যগি ও সনদপত্র গ্রহন করেছেন।
    রোববার সকালে ডংরিয়া হাইস্কুল এন্ড কলেজে বৃত্তিপ্রাপ্ত শিক্ষাথর্ীদের সম্মাননা ও সনদপত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মোনায়েম এর সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ.পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,সম্প্রতি প্রমোশনপ্রাপ্ত পুলিশ সুপার-২ মোঃ মিজানুর রহমান মিজান,মান্নান পূত্র শাহাদত মান্নান,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার জৈবুন নাহার শাম্মী প্রমুখ। ২০১৯ সালে এম এ মান্নান বৃত্তি পরীক্ষাঢ তিনটি উপজেলার পঞ্চম শ্রেণীর শিক্ষাথর্ীদের অংশগ্রহনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয। এতে ৭৬ জন শিক্ষাথর্ী বৃত্তি লাভ করেন।
    মোছাঃ আবিদা সুলতানা মছকু মেমোরিয়াল চাইল্ড একাডেমি থেকে এম এ মান্নান বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে দ্বিতীয় স্থান অধিকার করেন। সে উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া(ঘরোয়া গ্রামের ) ইউরোপীয় ইউনিয়নের স্থায়ী বাসিন্দা পিতা মোঃ সাবিকুর রহমান সাবিক ও অজ্ঞলী রহমানের মেয়ে। সে বর্তমানে ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের ষষ্ট শ্রেণীর ছাত্রী। সে আগামীতে উচ্চ শিক্ষা লাভ করে ডাক্তার হয়ে আর্ত মানবতার সেবায় কাজ করর প্রত্যয় ব্যক্ত করেন।

    আরও খবর

    Sponsered content