প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২০ , ১০:৫৬:৫১ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি।। সুনামগঞ্জের তাহিরপুরেরা মসার প্রকল্পভুক্ত সংরক্ষিত জলাভুমি টাঙ্গ্য়ুার হাওর হতে প্রায় ২ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার এসব কারেন্ট জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেন। জানা গেছে,টাঙ্গুয়ার হাওরের একাধিক জলমহলে জেলেরূপী দুর্বৃত্তরা কারেন্ট জাল দিয়ে মাছ লুট করতে নামলে খবর পেয়ে ইউএনও টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব বিজেন ব্যানার্জি হাওরের রওয়া , হাতিরগাদা জলমহালে বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের অভিযানে ধাওয়ার মুখে জেলেরা পালিয়ে গেলে মাছ লুটে তাদের ব্যবহ্নত বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযান চলাকালে থানা, ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি সদস্য,কমিউনিটি গার্ডসহ হাওর তীরবর্তী গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।