• সংঘর্ষ

    তাহিরপুরে সংঘর্ষে মহিলা সহ ৩ জন আহত, আটক ৫

      প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২০ , ১:৩৮:২৫ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি।। তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের নয় নগর গ্রামে দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মহিলা সহ ৩ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

    আহত ৩ জন হলেন খেলন মিয়া( ৩০), খুদেজা বেগম (৬০) ও রাজন মিয়া(২০)। আহত ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ফয়েজ আহমেদ।

    এদিকে সংঘর্ষের পরপরই তাহিরপুর থানার এস আই দীপঙ্কর বিশ্বাস এর নেতৃত্বে অভিযান চালিয়ে নয় নগর গ্রাম থেকে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।

    জানা যায়, দীর্ঘদিন ধরেই নয় নগর গ্রামের কাদির মিয়া গং ও আজগর আলী গং দের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো: আতিকুর রহমান জানান, ঘটনার পরপরই তিনি সহ পুলিশ ফোর্স নিয়ে নয় নগর গ্রাম থেকে ৫ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগের পর মামলার প্রস্তুতি নেয়া হবে।

    আরও খবর

    Sponsered content