প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২০ , ২:৩১:২৬ অনলাইন সংস্করণ
আমির হোসেন, তাহিরপুর প্রতিনিধি।।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে হিজল করচের চারা রোপন করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
আজ ১৯ফেব্রুয়ারি বুধবার তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা ও শ্রীপুর (দ:) ইউনিয়ন পরিষদ তাহিরপুর এর সহযোগিতায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে তাহিরপুরের হাওর পাড়ে ১ লক্ষ হিজল করচের চারা রোপন কার্যক্রমের অংশ হিসেবে ১০০০ (এক হাজার) হিজল-করচ গাছের চারা রোপন করেন।
কিছুদিন পূর্বে ২০০০ (দুই হাজার) হিজল-করচের গাছ রোপন হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক টিটু পুরকায়স্থ ও স্থানীয় জনগণ।