• লিড

    তাহিরপুরে প্রতিপক্ষের হামলা ও হুমকির মুখে গ্রামছাড়া ৩০টি পরিবার

      প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২০ , ৩:১১:২৮ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি।।৷ সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের নয়নগর গ্রামে পুর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা,বাড়িঘর ভাংচুর ও হুমকির মুখে ৮দিন ধরে ৩০ টি পরিবারের শতাধিক লোকজন গ্রাম ছাড়া রয়েছে।

    ভুক্তভোগী পরিবারের লোকজন বলছেন, প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে দিনের বেলায় গুলি চালিয়ে আমাদের গ্রাম ছাড়ার হুমকি দিয়েছে। এতে আমাদের শিশু সন্তানরা আতংকগ্রস্থ হয়ে পড়লে বাধ্য হয়েই আমরা এখন গ্রামছাড়া।
    তবে প্রতিপক্ষের লোকজন বলছেন, আমরা কোন হামলা বা গুলি চালাই নি। গ্রাম ছাড়ার হুমকিও দেই নি তারা ইচ্ছে করেই গ্রাম ছাড়া রয়েছে।
    আজ রবিবার সরেজমিনে নয়নগর গ্রামে গিয়ে জানা যায়, গ্রামটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিগত ৪ বছর ধরে আলী আকবর,জয়নাল মিয়া,কাদির মিয়া,ছয়ফুল মিয়া গংদের সাথে আজগর আলী,হাফিজ উদ্দিন,কয়ফল উদ্দিন ও হারিছ উদ্দিন গংদের দ্বন্ধ চলমান রয়েছে। এরই জের ধরে গত ১ সপ্তাহ পুর্বে দুটি পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে উভর পক্ষের লোকজন আহত হয় এবং এতে ২ টি পক্ষই তাহিরপুর থানায় মামলা দায়ের করে। মামলায় ইতিমধ্যে উভয় পক্ষের একাধিক লোকজনকে আটক করেছে পুলিশ।
    হুমকিতে বর্তমানে গ্রাম ছাড়া রয়েছে এমন পরিবারগুলো হচ্ছে, আজগর আলী,হাফিজ উদ্দিন, জুলহাস মিয়া,ডালিম মিয়া, ফয়জল হক, জালাল মিয়া,মতি মিয়া,বিমল মিয়া, আবুল কাশেম, জসিম উদ্দিন, নুরুল আবেদীন, মাশুক মিয়া,ময়না মিয়া,হারিছ উদ্দিন, ফখর উদ্দিন, গিয়াস উদ্দিন,সাহাজ উদ্দিন,আলী আমজদ,আলী নেওয়াজ, আলী মুর্তুজা, আলীম, ফারুক, খুরশেদ, সিরাজুল, মজিবুর, হবিকুল ও শামসুল হক এর পরিবার।
    এ বিষয়ে আজগর আলী বলেন, প্রতিপক্ষ আলী আকবর গুলি চালিয়ে আমাদের গ্রাম ছাড়ার হুমকি দিয়েছে এ জন্য আমাদের অনেকগুলো পরিবার বর্তমানে গ্রাম ছাড়া রয়েছে।
    তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো: আতিকুর রহমান বলেন, নয়নগর গ্রামের সংঘর্ষকে কেন্দ্র করে উভয় পক্ষের মামলা নেওয়া হয়েছে। মামলার প্রেক্ষিতে কয়েকজনকে আটক করা হয়েছে। তাছড়া নিরাপত্তার স্বার্থে প্রতিদিনই গ্রামে পুলিশ পাঠানো হচ্ছে।

    আরও খবর

    Sponsered content