• মানববন্ধন

    তাহিরপুরে পাঠলাই নদীর নৌ শ্রমিকদের মানববন্ধন

      প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২০ , ৯:২৩:৪১ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাঠলাই নদীতে আটকে থাকা কয়েক শতাধিক কয়লা চুনাপাথরবাহী নৌকা দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন করেছে নৌ পরিবহন শ্রমিকবৃন্দরা।

    সোমবার বিকেল ৫ টায় তাহিরপুর উপজেলার সদর পুর্ব বাজারে তাহিরপুর, জামালগঞ্জ ও বাজিতপুর নৌ শ্রমিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    প্রায় ঘন্টব্যাপী চলা এ মানববন্ধনে জামালগঞ্জ নৌ শ্রমিক নেতা মো: রাশিদ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নাগরিক ঐক্য পরিষদের সভাপতি ও কয়লা চুনাপাথর আমদানিকারক মোহাম্মদ এনামুল হক এনাম, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন আলোকিত সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি হোসাইন শরীফ বিপ্লব ও বিশিষ্ট সমাজসেবক আলী আহমদ ।
    মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাজিতপুর নৌ শ্রমিক পরিবহন নেতা বাহার উদ্দিন, সাইদুল্লাহ মিয়া, ইব্রাহিম, জয়নাল আবেদীন, আবু হোসেন, জুলহাস মিয়া, রিয়াজ উদ্দিন, সাইদুল মিয়া, মিটু মিয়া, জাহাঙ্গীর প্রমুখ।
    মানববন্ধনে বক্তরা বলেন,পাঠলাই নদীতে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃত্রিম নৌ যান সংকট তৈরী করে শ্রমিকদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। বক্তরা,প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে খুব শীগ্রই আটকে থাকা বালি পাথর ও কয়লাবাহী নৌকাগুলোকে অপসারনের ব্যাবস্থা নেয়ার দাবি জানান।

    আরও খবর

    Sponsered content