• সুনামগঞ্জ

    তাহিরপুরে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে মুক্তির মঞ্চে সুধী সমাবেশ

      প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২০ , ৩:৩৪:৪২ অনলাইন সংস্করণ

    শফিকুল ইসলাম স্বাধীননি,জস্ব প্রতিনিধিঃ

    দৈনিক যুগান্তরের প্রতিষ্টা বার্ষিকী ও ২১ বছরে পদার্পণ উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর সুধী সমাবেশ আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
    পহেলা ফেব্রুয়ারি শনিবার বিকেল চার টায় মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প’র মুক্তির মঞ্চে,সকল শ্রেণিপেশার লোকজনের অংশগ্রহনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজেন ব্যানার্জী।যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর শাখার সমন্বয়কারী সমীর সরকারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,থানার ইন্সপেক্টর ওসি) মো.আতিকুর রহমান,বাদাঘাট সরকারি কলেজ অধ্যক্ষ জুনাব আলী,ট্যাকেরঘাট স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মো. খায়রুল ইসলাম,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র ট্যাকেরঘাট কোম্পানী কমান্ডার সুবেদার হাজি মো. আবদুর রাশেদ,থানা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আলহাজ্ব রৌজ আলী, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়,বাংলাদেশ আদিবাসী ফোরাম,র অর্থ সম্পাদক এন্ড্রো সলোমার প্রমুখ।
    সমাবেশে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই হাজি মো. আবু মুসা, যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলা শাখার উপদেষ্টা কয়লা আমদানিরকারক মুজিবুর রহমান তালুকদার,বাগলী চুনাপাথর ও আমদানিকার সমিতির সভাপতি স্বজন উপদেষ্টা খালেক মোশারফ ,সহ সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক ডা. মনিরুজ্জামান মনির জেলা ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ রয়েল, ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি হাজি সুরুজ মিয়া, তাহিরপুর কয়লা আমদানিরকারক গ্রোপ সচিব রাজেশ তালুকদার,সাবেক ইউপি সদস্য শাফিল উদ্দিন,ট্যাকেরঘাট প্রকল্প ইনচার্জ আক্কাছ আলী,প্রধান শিক্ষক লেখিকা জায়েদা আক্তার শিউলী, যুগান্তর স্বজন সমাবেশর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছয়ফুল আলম বাবুল, স্বজন শিহাব সরোয়ার শিপু, বাবুল আহমেদ তালুকদার, রাসেল আহমদ রতন , দেলোয়ার হোসেন,বালু পাথর ব্যবসায়ী মজিবুর রহমান,আলীম উদ্দিন ,দৈনিক সিলেটের দিনকাল প্রতিনিধি রাহাদ হাসান মুন্না,আলোকিত সকাল প্রতিনিধি আহমেদ কবির, সাংবাদিক শামছুল আলম আখঞ্জি,আশ্রাউল জামান ইমন যুগান্তর স্বজন, সুধীজন, স্কুল কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ীসহ সকল শ্রেণি পেশার লোকজন প্রমুখ উপস্থিত ছিলেন।
    সুধী সমাবেশে পবিত্র কোরআন তেলাওয়াত করেন লাকমা মহিলা মাদ্রাসা সুপার মাও. মো. সুলতান আহমদ, গীতা পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক স্বপন কুমার দাস।সুধী সমাবেশে ভাষা শহীদ, ৭১ এর মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাগণ, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদ সদস্য ও শহীদ জাতীয় চার নেতার স্মরণে অনুষ্ঠানে আগত সকল অতিথিগণ দাড়িয়ে এক মিনিটি নিরবতা পালন করেন।
    সুধী সমাবেশ শেষান্তে অতিথিগণের অংশ গ্রহনে ট্যাতেরঘাট মুক্তির মঞ্চ হতে ইউএনও বিজেন ব্যানার্জীর নেতৃত্বে এক বর্ণ্যাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
    সুধী সমাবেশ ও আনন্দ শোভাযাত্রার প্রারম্ভে দুপুরে তিন শতাধিক আমন্ত্রিত অতিথি গণের সম্মানে ট্যাকেরঘাট অতিথি ভবন কাম নির্বাহী ম্যাজিষ্ট্রেট কার্যালয়ে মধ্যাহ্ন ভোজ করানো হয়।

    আরও খবর

    Sponsered content