• লিড

    ঢাকা সিটিতে তাপস ও আতিক বিজয়ী, প্রধানমন্ত্রী’কে ফুলেল শুভেচ্ছা

      প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২০ , ৮:২৮:৩৫ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্কঃ ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন।
    বেসরকারি ভাবে বিজয়ী ঘোষিত হওয়ার পূর্বেই বুথ ফেরত জরিপে এগিয়ে থাকা বস্থায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী আতিকুল ইসলাম এবং ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
    শনিবার রাত ৯টার দিকে গণভবনে যান দুজন। গিয়ে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। সেই ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন আতিকুল।
    ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দুই মেয়র প্রার্থী।
    শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ হয়। এ প্রথম প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হলো।
    চুড়ান্ত ফলাফলে প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর চেয়ে আওয়ামী লীগের দুই প্রার্থীই দ্বিগুণের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

    আরও খবর

    Sponsered content