• সারাদেশ

    ঠাকুরগাঁওয়ে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

      প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২০ , ৪:৪৫:৪১ অনলাইন সংস্করণ


    মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও।।ঠাকুরগাঁওয়ে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
    ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
    জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের
    প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ- পরিচালক সাইদা সুলতানা, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবীদ আলতাব হোসেন, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা তুলি, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রচেষ্টা হিজরা উন্নয়ন সংস্থার সভাপতি রুবি
    আক্তার প্রমুখ।
    উল্লেখ্য, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ৫০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার ৫০ জন হিজড়াকে সম্পৃক্ত করা হয়েছে এবং প্রশিক্ষণে তাদের নানা ধরনের হস্তশিল্প সহ গবাদি পশু
    পালন শেখানো হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ১০ হাজার টাকা আর্থিক সহযোগীতা করা হবে।

    আরও খবর

    Sponsered content