প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২০ , ১২:৫৬:১৪ অনলাইন সংস্করণ
মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও।। ঠাকুরগাঁওয়ে মহান স্বাধনিতা ও জাতীয় দিবস ২০২০ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল সারে ১১টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আ.লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন,সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.অরুনাংশু দত্ত টিটো, জেলা
মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন প্রমূখ।
এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন,পরিবার পরিকল্পনা উপ-পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, ঠাকুরগাঁও সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মানিক হোসেন সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরকুতুবুল আলম।