প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২০ , ১০:১৬:৫৯ অনলাইন সংস্করণ
মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও।। ঠাকুরগাঁওয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মতিউর রহমান (৩০) নামে এক মোটরবাইক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রায়হান (২৮) নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৮ টার দিকে জেলার রানীশংকৈল-বালিয়াডাঙ্গী মহাসড়কে
এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের আলোকছিপি গ্রামের ওলিউর রহমানের ছেলে। অপরদিকে আহত রায়হানের বাড়িও একই গ্রামে।
বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, রোববার রাতে মতিউর রহমান মটরসাইকেলে করে রানিশংকৈল থেকে বালিয়াডাঙ্গী যাওয়ার সময় অপরদিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান
ধাক্কা দিলে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক মতিউর রহমান মারা যান। এ সময় মোটরবাইকের পেছনে থাকা রায়হান গুরুতর আহত হয়। খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা আহত রায়হানকে উদ্ধার করে
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রায়হান
বর্তমানে রংপুর ম্যাডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।