প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২০ , ৬:৪০:১৬ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর পৌর সভার উপ- নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ এর মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়া ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক এর প্রার্থী রাজু আহমদ।
দলীয় সুত্রে জানাযায়,২৪ শে ফেব্রুয়ারি রোজ সোমবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন সংক্রান্ত এক সভায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার উপ- নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে মোঃ মিজানুর রশীদ ভূঁইয়াকে চুড়ান্ত করেছেন আওয়ামী লীগ এর সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোঃ মিজানুর রশীদ ভূঁইয়া জগন্নাথপুর পৌর সভার সাবেক মেয়র।তাঁর পিতা প্রয়াত মোঃ হারুনুর রশীদ হিরন মিয়া জগন্নাথপুর পৌর সভার প্রতিষ্টাতা মেয়র ছিলেন।প্রার্থী চুড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী মনোনয়ন বোর্ড সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার উপ- নির্বাচনের জন্য দলীয় মনোনীত ধানের শীষ প্রতীক এর প্রার্থী হিসাবে চুড়ান্ত করেছেন জগন্নাথপুর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমদকে। প্রার্থী চুড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ কলিম উদ্দিন মিলন। রাজু আহমদ বিগত পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচন করেছিলেন। তিনি এই পৌর সভার ৫ নং ওয়ার্ড এর বাড়ী জগন্নাথপুর নিবাসী উস্তার চলীর ছেলে।
উল্লেখ্য, সম্প্রতি জগন্নাথপুর পৌর সভার মেয়র আলহাজ্ব আবদুল মনাফ মৃত্যু বরন করেছেন। বিদায় আগামী ২৯ শে মার্চ এই পৌর সভার উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে।