প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২০ , ৪:৫৩:৫৬ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর পৌর সভার উপ-নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসাবে দুই জন ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে দুই জন প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে মনোনয়ন পত্র দাখিল করেছেন ।
আসন্ন সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার উপ- নির্বাচন এর মনোনয়ন পত্র দাখিল এর শেষ দিন ২৭ শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান বরারে মেয়র পদে জগন্নাথপুর পৌর সভার সাবেক মেয়র আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মিজানুর রশীদ ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক এর প্রার্থী মোঃ রাজু আহমদ, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ আবিবুল বারী আয়হান ও জগন্নাথপুর পৌর সভার সদ্য প্রয়াত মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মনাফ এর পুত্র আওয়ামী লীগ এর বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ আবুল হোসেন সেলিম।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসি তালুকদার ফয়েজ আহমেদ শিমুল মনোনয়ন পত্র সংগ্রহ করলেও জমা দেননি ।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার মোঃ মুজিবুর রহমান জানান , জগন্নাথপুর পৌর সভার উপ- নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও ৪ জন প্রার্থী ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিল এর শেষ দিন আজ ২৭ শে ফেব্রুয়ারি মনোনয়ন পত্র দাখিল করেছেন। বাছাই ১ মার্চ, ৮ মার্চ প্রত্যাহার ও ২৯ মার্চ ভোট গ্রহন অনুষ্টিত হবে।
Notifications