প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২০ , ৮:১৮:৪৭ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ গত ২ফেব্রুয়ারী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ রোডে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দিরাই’র হিমু মিয়া (১৭) সিলেটে চিকিৎসাধীন থাকাবস্থায় আজ মারা গেছে- ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের নাচনী গ্রামের স্বপন মিয়ার ছোট ছেলে।
উল্লেখ্য হিমু ও সুনামগঞ্জের এক বন্ধু জগন্নাথপুর-রাণীগঞ্জ রোডে দুর্ঘটনায় পতিত হলে গুরুতর আহত দুইজন কে সিলেটে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
হিমু আল-হারামাইন হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ ১০ ফেব্রুয়ারী রাত ১১-৪০ মিনিটে ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।