প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২০ , ১:৫৬:১৪ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ জগন্নাথপরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন প্রস্তাবিত “মুজিব কিল্লা” এর জায়গা থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত রসুলপুর গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন প্রস্তাবীত “মুজিব কিল্লা” র জায়গা থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করা হচ্ছে এমন অভিযোগ এর ভিত্তিতে ২৬ শে ফেব্রুয়ারি রোজ বুধবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম ও জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত এই জায়গায় পরিদর্শন করে অবৈধ ভাবে মাটি উত্তোলনকারী ব্যক্তি চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের সুজাত মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (২১), উত্তর রসুলপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে মোঃ শামীম আহমদ (২৬), রসুলপুর গ্রামের ছোরাব আলীর ছেলে হোছাইন খান (২৭)কে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় তিন ব্যক্তিকে পৃথক দুটি মামলা দায়ের করে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ মাহফুজুল আলম মাসুম।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোনায়েম মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাজমুল হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা, জগন্নাথপুর এর উপ-সহকারী প্রকৌশলী সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ ।