প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২০ , ৫:৪১:৪৯ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে মোটরসাইকেল দুঘর্টনায় দিরাই এর হিমু(২২) ও সুনামগঞ্জের মোস্তাফিজুর(২১) নামক দুই যুবক গুরুত্বর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী ও হাসপাতাল সুত্রে জানাযায়, সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের বাসিন্দা মোঃ স্বপন আহমেদ এর ছেলে মোঃ হিমু আহমেদ (২২) ও সুনামগঞ্জের কামাউড়া গ্রামের বাসিন্দা মোঃ আরিফুর রহমান এর ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান (২১) মোটরসাইকেল যোগে দিরাই উপজেলার নাচনী যাওয়ার পথে ২ রা ফেব্রুয়ারী রোজ রবিবার দুপুরে
জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি (আব্দুস সামাদ আজাদ) আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গুলবাহার বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় মোটরসাইকেল এর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এই দুই যুবক গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।
জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সুপ্রিয়া রানী রায় জানান, মোটরসাইকেল দুঘর্টনায় আহত দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।
Notifications