• ক‌্যাম্পাস

    জগন্নাথপুরে মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি গঠন

      প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২০ , ১২:৫৭:০৬ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ শফিকুজ্জামান শফিকে সভাপতি করে মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয় এর ১১ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর অন্তর্ভুক্ত মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি গঠন এর লক্ষে গত ১৫ ই ফেব্রুয়ারি বিদ্যালয়ের হলরুমে বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাফর ইকবাল এর পরিচালনায় এবং অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মোঃ সায়েখুজ্জামান সায়েখ এর উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল মহাবিদ্যালয় এর গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি ও কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম।
    সভায় উপস্থিত প্রধান অতিথি, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা সহ সকল অভিভাবক সদস্য বৃন্দের সম্মতিক্রমে কন্ঠ ভোটের মাধ্যমে বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ শফিকুজ্জামান শফিকে সভাপতি নির্বাচিত করে ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
    কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে সহ-সভাপতি মোঃ শায়েস্তা মিয়া, সেক্রেটারী….., সদস্য মোঃ আব্দুর রশীদ, মোঃ সোহেল মিয়া, মোঃ আব্দুল কাদির, মোঃ জমিরুল ইসলাম, মোছাঃ রোজিনা আক্তার সুমি,মোছাঃ ফাতেমা বেগম, মোঃ ছমির মিয়া ও মোছাঃ দিলারা বেগম।
    এ সময় উপস্থিত ছিলেন, মোঃ আসকর আলী, মোঃ তুতি মিয়া, মোঃ মতিউর রহমান, মোঃ আব্দুস শহীদ, মোঃ জমিরুল ইসলাম, মোঃ আব্দুল হান্নান, মোঃ মনির উদ্দিন, মোঃ সাব্বির আহমদ, মোঃ শোয়েব জামান মোঃ নুরুজ্জামান শুভ, বিদ্যালয় এর শিক্ষক মোঃ আশরাফুজ্জামান সজিব, শিক্ষিকা মোছাঃ ফাতেমা জাহান ও শিক্ষিকা মোছাঃ ফাহমিদা বেগম প্রমূখ।

    আরও খবর

    Sponsered content