প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২০ , ১২:০৭:৪৪ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর ৭৫ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে।
জগন্নাথপুর – দক্ষিণ সুনামগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্তী এমএ মান্নানের ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৬ ই ফেব্রুয়ারী রোজ রবিবার দুপুরে দলীয় কার্যালয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ আনুষ্ঠানিকভাবে জন্মদিনের কেক কেটে উদযাপন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রেজাউল করিম রিজু মিয়া, সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, সাংস্কতিক বিষয়ক সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আপ্তাব উদ্দিন, আজাদ কাবেরী, সুন্দর আলী, মনু মোহাম্মদ মতছিল আলী, আব্দুল গফুর, সৈয়দ মনোয়ার আলী, আলাউদ্দিন, ফখরুল হোসেন, মিজানুর রহমান, বশির আহমদ, আবু ইসলাইল,ছদরুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি মাহবুুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুবেদ খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম ও সাধারণ সম্পাদক শাহ রুহেল সহ দলীয় নেতাকর্মীরা ।