প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২০ , ৪:১৬:৩৩ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে নদী ভাঙনের কবলে পড়ে পানি উন্নয়ন বোর্ড পাউবোর একটি বোরো ফসলরক্ষা বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে। বিকল্প ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণ করা না হলে উপজেলার পাইলগাঁও ও আশারকান্দি ইউনিয়নের ভেটুর হাওরের কমপক্ষে ১০ হাজার একর জমির ফসল ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকায় কৃষকরা উদ্বেগ উৎকন্ঠায় রয়েছেন।
অত্র এলাকার একাধিক কৃষক জানান, সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কুশিয়ারা নদীর ডান তীরে ভাঙ্গাবাড়ি নামক এলাকায় ভেটুর হাওরের ফসল রক্ষায় পাউবো কর্তৃক প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করা হয়। ৩৯ নং প্রকল্পে ১৬ লাখ ৫ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়। প্রকল্পের সভাপতি কৃষক গোলাম রব্বানী ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আলেক মিয়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
গত শুক্রবার সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান সরেজমিনে ভাঙ্গন পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবরে একটি ডিও পত্র দিয়েছেন। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি গোলাম রব্বানী জানান, হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধ অংশে ৩শ ফুট এলাকা জুড়ে হঠাৎ করে কুশিয়ারা নদী ভাঙ্গনের কবলে পড়ে। এরমধ্যে প্রকল্পের ৪০ শতাংশ কাজ শেষ করা হয়েছে। দ্রুত এ প্রকল্পের সীমানা পরিবর্তন করে নতুন আরেকটি প্রকল্প গ্রহণ করা না হলে, হাওরের ফসল রক্ষা সম্ভব হবে না।
পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুরের মাঠ কর্মকর্তা উপ সহকারি প্রকৌশলী হাসান গাজী জানান, গত বছর ওই এলাকায় ফসলরক্ষা বেড়িবাঁধের একটি প্রকল্প ছিল। এবার প্রকল্পের জরিপ কাজ চলাকালিন সময়ে প্রকল্প এলাকা ভাঙ্গনমুক্ত ছিল। হঠাৎ করে কুশিয়ারা নদীর ভাঙ্গন তীব্র হয়ে ফসল রক্ষা বেড়িবাঁধের কাছাকাছি চলে আসে।
সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা তদারক কমিটির সদস্য অ্যাডভোকেট শফিকুল আলম জানান, বিষয়টি জেলা পানি উন্নয়ন বোর্ডের সভায় আলোচনা করা হয়েছে। দ্রুত পদক্ষেপ নেয়া না হলে ভেটুর হাওরসহ পুরো জগন্নাথপুর উপজেলার ফসল হুমকিতে পড়তে পারে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ মেরামত ও সংস্কার কাজের তদারক কমিটির সভাপতি মাহ্ফুজুল আলম মাসুম জানান, কুশিয়ারা নদীর ভাঙ্গনে ফসল রক্ষা বেড়িবাঁধ সহ বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্থ হওয়ার দৃশ্য ভয়াবহ।
Notifications