প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২০ , ১:৪৫:৪৬ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে মাদকাসক্ত ও ছিনতাইকারী সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বিস্বস্ত সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এক দল পুলিশ গতকাল পহেলা ফেব্রুয়ারী রোজ শনিবার দিবাগত-রাত বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত নন্দিরগাঁও নিবাসী মোঃ আবুল বশরের ছেলে কাশেম মিয়া(৩৮)কে মাতাল অবস্থায় পৌর শহরের হবিবনগর এলাকায় এবং মাদক মামলার আসামী উপজেলার চিলাউড়া -হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কবিরপুর গ্রাম নিবাসী মোঃ হারুন মিয়ার ছেলে মোঃ আরিফ মিয়া (৩০) কে গ্রেপ্তার করেন। এছাড়াও ছিনতাই মামলার আসামী সুনামগঞ্জ শহরের হাছান নগর এলাকার বাসিন্দা মোঃ লিয়াকত মিয়ার ছেলে মোঃ ফাহিম মিয়া(২০) ও সুনামগঞ্জ সদরের বাসিন্দা মোঃ লোকমান খাঁন এর ছেলে মোঃ হৃদয় খাঁন(২৫) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন , গ্রেফতারকৃতদের ২ রা ফেব্রুয়ারি রোজ রবিবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।