প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২০ , ৯:১২:২৪ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ অমর একুশে ফেব্রুয়ারি শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জগন্নাথপুর বই মেলা শুরু হয়েছে।
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপি শিশু-কিশোদের বইমেলা উপজেলা পরিষদ প্রাঙ্গনে ২০ শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল ১০টায়
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম।
মেলা ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোদের অংশ গ্রহনে ৭টি স্টল বসেছে মেলায়।
সকাল ৯টা থেকে আনন্দ উৎসবে ঝাঁকে ঝাঁকে ক্ষুদে ক্ষুদে শিশু-কিশোরদের দল মেলার স্টলে ভির করছে। হাসি-খুশিতে বই কিনছে তাঁরা তাদের অভিভাবকদের নিয়ে। মেলায় কথা হয় আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আরিফার সঙ্গে কথা হলে সে জানায়, খুবই ভালো লাগছে মেলায় এসে। ‘আমার প্রিয় খোকা’নামে একটি বই কিনতে পেরে ভীষণ খুশি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম বলেন, শিশু-কিশোদের মধ্যে মাতৃভাষার চেতনা বিকাশে আমরা তিনদিন ব্যাপী বই মেলার আয়োজন করেছি। মেলায় ১০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে। আগামী ২২ ফেব্রুয়ারি মেলা সমাপ্তি হবে।