প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২০ , ১১:৪১:২১ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পৃষ্ট পোষক ও ভূৃমিদাতা শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মোঃ সায়েখুজ্জামান (সায়েখ) কে সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয় এর পৃষ্ঠ পোষক ও ভূমিদাতা বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মোঃ সায়েখুজ্জামান (সায়েখ)কে সংবর্ধনা প্রদান উপলক্ষে ৯ ই ফেব্রুয়ারী বিদ্যালয় এর হলরুমে ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান শাহজালাল মহাবিদ্যালয় এর গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাফর ইকবাল এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিবপুর আব্দস সুবহান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোঃ ছালিক এম সুবহান।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী মোঃ সায়েখুজ্জামান সায়েখ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী আওয়ামী লীগ নেতা মোঃ ছমির উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মাষ্টার, শাহজালাল মহাবিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এম এ মতিন, মোঃ তুতি মিয়া, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য শিক্ষানুরাগী মোঃ ছমিরুল হক, শিক্ষানুরাগী মোঃ মতিউর রহমান ও শিক্ষানুরাগী মোঃ শায়েস্তা মিয়া প্রমূখ।
সভার শুরুতে পবিত্র কোরআন হতে তেলওয়াত করেন মোঃ সাব্বির আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ তুতি মিয়া, আটপাড়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মাওলানা এইচ এম আজমল হোসেন, শিক্ষক মাওলানা মোঃ কবির উদ্দীন,মোঃ লালু মিয়া, মোঃ ইমান আলী, মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানুরাগী মোঃ শফিকুজ্জামান শফি, মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাফর ইকবাল, শিক্ষক সাহেদুজ্জামান সজিব, শিক্ষিকা মোছাঃ ফাতেমা জাহান, শিক্ষিকা মোছাঃ ফাহমিদা বেগম, কৃতি ফুটবলার মোঃ দিলোয়ার হোসেন, মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবক মোঃ আসকর আলী, মোঃ নূর উদ্দীন, মোঃ আব্দুল কাদির, মোঃ সুনু মিয়া,মোঃ জমিরল ইসলাম মোঃ খালেকুজ্জামান শিক্ষানুরাগী মোঃ আব্দুর রশীদ, মোঃ আব্দুশ শহীদ, মোঃ সুহেল মিয়া, মোঃ জাহেদুজ্জামান শুয়েব, মোঃ মুন্নাজামান,মোঃ শুভ জামান,মোঃ মনির মিয়া ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ।
সভা শেষে সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী মোঃ সায়েখুজ্জামান সায়েখ এর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।
পরিশেষে মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পৃষ্ঠ পোষক ও ভূমিদাতা মোঃ সায়েখুজ্জামান সায়েখ এর বাড়ীতে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল জলিল জালালী।