• সভা/সেমিনার

    ছাতকের পাবেল হত্যাকান্ডের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচার ও ইউপি চেয়ারম্যানকে মামলা থেকে অব্যাহতির দাবি

      প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২০ , ৯:২৯:০৯ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের ছোট মায়েরকুল গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ফারুক আলীর পুত্র পাবেল হত্যাকান্ডে ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচার ও ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বিরকে মামলা থেকে অব্যাহতির দাবিতে সভা অনুষ্টিত হয়েছে।

    গতকাল বুধবার বিকেলে এলাবাসীর উদ্যোগে স্থানীয় মানিকগঞ্জ বাজারে এ সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাবসায়ী নুর মিয়া।

    সভায় বক্তারা বলেন- পাবেল মিয়া(২০)’র হত্যাকান্ডের ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। কিন্ত ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মছব্বির ও ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল খালিককে প্রধান প্রধান আসামী করে প্রথক দুটি পাল্টা-পাল্টি মামলা করা হয়েছে তা অত্যন্ত দংখ জনক।

    বক্তারা আরো বনেন-ঘটনার আগের দিন এলাকার মুরুব্বিয়ানদের নিয়ে উভয় পক্ষের মধ্যে সৃষ্ট ঘটনাটি নিষ্পত্তির চেষ্টা করেন চেয়াম্যান আব্দুল মছব্বির। সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। অথচ একটি মহল ঈর্শ¦ান্বিত ও প্রতিহিংসা পরায়ন হয়ে তাকে তাকে আসামী করা হয়েছে। পাবেল হত্যা মামলায় হয়রানির উদ্দেশ্যে ইউপি চেয়ারম্যানকে আসামী করা হয়েছে।

    মামলা থেকে ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বিরের নাম প্রত্যাহার ও পাবেল হত্যাকান্ডে জড়িত প্রকৃত অপরাধীদের গেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান বক্তারা।

    এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য সুহেল আহমদ, মানিকগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আব্দুল মমিন, সৌদি আরব প্রবাসী মতিন মিয়া, সাবেক ইউপি সদস্য আকবর আলী, জুুনাব আলী, আখলো মিয়া, মাহমদ আলী,আকিক ইউপি সদস্য সঞ্জু চৌধুরী, ওয়ারি উদ্দিন, আতাউর রহমান, ইদ্রিছ আলী, উকিল আলী, সজিদ আলী, আইয়ুব আলী, ইলিয়াছ আলী, আব্দুল মতলিব, আশর আলী, আব্দুল কাদির, জমির আলী, জয়নুল ইসলাম কামাল, আজিজুর রহমান আজিজ, আব্দুল হামিদ, বাবুল মিয়া, মনির উদ্দিন, মখলুছ আলী, মোসাহিদ আলী, আবু তাহের, নুর ইসলাম, তৈয়ব আলী, নিজাম উদ্দিন, জমির উদ্দিন, জামাল উদ্দিন, ফয়ছল আহমদ, মুহিবুর রহমান প্রমুখ।

     

    আরও খবর

    Sponsered content