প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২০ , ৩:০৭:৩০ অনলাইন সংস্করণ
ওহিদুল ইসলাম,কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট ৬ং সদর ইউপির বীরদল বাজারে কানাইঘাট থানা পুলিশের উদ্দ্যোগে আজ বিকাল ৪টার সময় বিট পুলিশের উঠান বৈঠক সভা এর আয়োজন করা হয় উক্ত সভায় আলমগীর হুসেনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট,জৈন্তার এ,এস,পি সার্কেল আব্দুল করিম কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পি,পি,এম,কানাইঘাট উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক প্রিন্সিপাল সিরাজুল ইসলাম। কানাইঘাট ৬নং সদর ইউপি সদস্য ফয়জুর রহমান,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিউম বেগম,কানাইঘাট উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক জুনেদ হাসান জীবান,বীরদল বাজারের।বিশিষ্ট ব্যবসায়ী এবাদুর রহমান,ব্যবসায়ী বাবুল আহমেদ,মাষ্টার আবুল হক,সেলিম উদ্দিন,আশরাফ উদ্দিন, সাখাওয়াত হুসেন,আব্দুল্লাহ,ছালাম,ব্যবসায়ী সেলিম উদ্দিন,হারুন রশিদ মুজিবুর রহমান,ফয়ছল উদ্দিন,এসময় অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পি,পি,এম তার বক্তব্যে বলেন প্রতিটি ইউনিয়নে সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়নে ভিট পুলিশিং ব্যবস্থা চালু করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে জনপ্রতিনিধি সহ সমাজের বিশিষ্টজনদের নিয়ে নিজ নিজ এলাকার অপরাধ মূলক কর্মকান্ড বন্ধ সহ সবধরনের সমাজ বিরোধী কার্যকলাপগুলো প্রতিরোধ করা। এবং ছোট খাটো অভিযোগগুলো ইউনিয়ন ভিট পুলিশিং কর্মকর্তার সমন্বয়ে ইউনিয়ন পরিষদে বসে জনপ্রতিনিধিদের নিয়ে নিষ্পত্তি করা। পরিশেষে তিনি ভিট পুলিশিং কার্যক্রমকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।