• সুনামগঞ্জ

    ওসির প্রচেষ্টায় পাঠলাই নদীর নৌ যানযট নিরসন

      প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২০ , ১:১০:৪৪ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি।। সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাঠলাই নদীতে প্রায় দেড় কিলোমিটার জায়গা জুড়ে কয়েক শতাধিক কয়লা ও বালি পাথরবাহী স্টীলবডি নৌ যানযটের কারনে গত ১ মাস ধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন।

    যানযটে আটকে থাকা এসব স্টীলবডি থেকে চাঁদাবাজি সহ রাতের আধারে কয়লা চুরির অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল হাজারো নৌ শ্রমিক।

    নৌ শ্রমিকদের এমন দুর্ভোগ নিরসন ও চাঁদাবাজি বন্ধে তাহিরপুর থানার ওসি মো: আতিকুর রহমান আজ রবিবার সকাল থেকে শুরু করে সারা দিনব্যাপী পাঠলাই নদীতে অবস্থান করে যানযট নিরসনের কাজ করেন ।

    ওসি নিজে উপস্থিত থেকে নৌ শ্রমিকদের দীর্ঘদিনের দুর্ভোগ সমাধান ও যানযট নিরসন করায় স্থানীয় এলাকাবাসী এবং নৌ শ্রমিকরা ওসির এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।

    মায়ের দোয়া নৌ পরিবহনের শ্রমিক আলম মিয়া ও জাহান আলী বলেন, প্রায় ১ মাস ধরে কয়লা নিয়ে পাঠলাই নদীতে আমরা আটকা পড়েছিলাম। প্রতিদিন রাতের বেলায় কয়লা চুরি সহ চাঁদাবাজির শিকার হয়েছি। আজকে থানার ওসি সাহেব সারাদিন কষ্ট করে আমাদের দুর্ভোগ থেকে মুক্তি দিয়েছেন।

    যানযট নিরসনে ওসির সঙ্গে উপস্থিত থেকে সহযোগিতা করেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার,
    তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির আন্তর্জাতিক সম্পাদক আবুল খায়ের, বাগলি চুনাপাথর সমিতি সভাপতি খালেক মাষ্টার, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ, কয়লা আমদানিকারক সমিতির সচিব রাজেশ তালুকদার,সাংবাদিক আবুল কাশেম প্রমুখ।

    উল্লেখ্য চাঁদাবাজি সহ নৌ যানযট নিরসনের দাবিতে ইতিপূর্বে তাহিরপুর সদর বাজারে মানববন্ধন করেছিল নৌ শ্রমিক পরিবহন সমিতি।

    আরও খবর

    Sponsered content