• প্রবাস বাংলা

    ওমানে সড়ক দুঘর্টনায় সিলেটের ২জন্সহ ৪ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

      ভাটি বাংলা ডেস্কঃ ৩ ফেব্রুয়ারি ২০২০ , ৯:২৪:৩৫ অনলাইন সংস্করণ

    ওমানে সাইকেলে করে বাসায় ফেরার সময় সড়ক দুঘর্টনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ৪ প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার ।
    রবিরবার (২ ফেব্রুয়ারি) বিকালে রাজধানী মাস্কাট থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে আদম জেলার জুবার এলাকায় সালালাহ মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা।

    নিহতদের মধ্যে ২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা শনজৌরপুর গ্রামের সহিদ আলীর ছেলে সবুর আলী (৩৮) এবং একই উপজেলার হাজিপুরের বিলারপাড়া গ্রামের মোহাম্মদ মুসলিম আলীর ছেলে মোহাম্মদ লিয়াকত আলী (৩৯)।
    খবর পেয়ে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আনোয়ার হোসেন ঘটনাস্থলে গেছেন। দুর্ঘটনার কারন, মরদেহ দেশে পাঠানো প্রক্রিয়া এবং আহতদের চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।

    বাংলাদেশে দূতাবাসের প্রাথমিক তথ্যে জানা গেছে, ঔ মহাসড়ক দিয়ে কর্মস্থল থেকে একযোগে সাইকেল যোগে বাসায় ফিরছিলেন স্থানীয় একটি কোম্পানিতে চাকরিরত ৭/৮ জনের বাংলাদেশি কর্মী দল। বিকেল সাড়ে ৪ টার দিকে পিছন থেকে দ্রুতগামী একটি গাড়ি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই ৪ জন মৃত্যু হয়।

    আরও খবর

    Sponsered content