• সিলেট

    এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সিলেট জেলা শাখার সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২০ , ১:৪৫:১১ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সরকার অনুমোদিত দেশের অন্যতম শীর্ষ মানবাধিকার সংগঠন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (এসিএমবিএফ) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা আজ বিকাল ৪ ঘটিকায় সংগঠনের নিজ কার্যালয়ের অনুষ্ঠিত হয়৷
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশন অঞ্চলের সভাপতি রেহানা ফারুক শিরিন, সিলেট জেলা সভাপতি ও উপপরিচালক আব্দুস সোবহান সানি, সিলেট জেলা সাধারণ সম্পাদক শাহ জাহান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম ওয়াহিদুল ইসলাম, শ্রম ও শিল্প সম্পাদক মোঃ এনামুল হক এনাম, সিনিয়র মানবাধিকার নেতা রেদুয়ান মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম আহমদ, দপ্তর সম্পাদক আলী আহমদ, এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সুয়েব লস্কর, মহানগর সদস্য নাজমা বেগম প্রমুখ।
    প্রধান অতিথি’র বক্তব্যে রেহানা ফারুক শিরিন বলেন আজকাল ভুয়া মানবাধিকার সংগঠনের ছড়াছড়ি। অনেকে অফিস আছে কার্যক্রম নেই কিন্তু পরিচয় পত্র ও পদ পদবী’র ব্যবসা জমজমাট।
    এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের এসিএমবিএফ সরকার অনুমোদিত দেশের শীর্ষ স্থানীয় মানবাধিকার সংগঠন যা সত্যিকার অর্থে অসহায় মানবতার কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের প্রত্যেক কে সতর্কতা’র সাথে বিতর্ক মুক্ত থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।
    সিলেট জেলা সাধারণ সম্পাদক শাহ জাহানের সঞ্চালনায় সভাপতি’র বক্তব্যে আব্দুস সোবহান সানি বলেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সিলেট জেলা শাখার মাধ্যমে আমরা বিগত বছর বিপুল সংখ্যক পারিবারিক মামলা নিষ্পত্তি করেছি, অনেক অধিকার বঞ্চিত নারী ও শিশু’র অধিকার আদায়ে আমরা বলিষ্ঠ ভূমিকা রেখেছি। এছাড়াও শীতবস্ত্র বিতরণ সহ ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছি। আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই।

    আরও খবর

    Sponsered content